বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ব্যাংক। গত ১২ এপ্রিল ব্যাংকটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এক চিঠিতে জানানো হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর.এফ হুসাইন সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বিএসইসি চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ১২ এপ্রিল ব্যাংকের ৩১৭তম পর্ষদ সভায় ২০০ কোটির বিশেষ তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা ওই ফান্ড ম্যানেজ এবং শেয়ারবাজারে বিনিয়োগ করব।
এর আগে গত ২৩ মার্চ বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক চিঠিতে ব্র্যাক ব্যাংককে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন ও শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বলা হয়।
আরও পড়ুন…..
শেয়ারবাজারে ৯ কোম্পানিতে ব্র্যাক ব্যাংকের বিনিয়োগ ৪৩৫ কোটি টাকা
সন্দেহজনক লেনদেন : নয় ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের কার্যক্রমে স্থগিতাদেশ
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শেয়ারবাজার নেতিবাচক প্রবণতায় রয়েছে। প্রতিনিয়ত মূল্যসূচক ও আর্থিক লেনদেনের পরিমাণ কমছে। যার ধারাবাহিকতায় ৭০-৮০ কোম্পানির শেয়ারে ক্রেতা না পাওয়ার মতো ঘটনাও ঘটছে। যাতে করে বিনিয়োগকারীদের মধ্যে তৈরী হয়েছে নানা শঙ্কা।
তবে কমিশন আরও আগেই থেকেই নানাভাবে শেয়ারবাজারে বিনিয়োগ আনার চেষ্টা করছে। যার ধারাবাহিকতায় গত ২৯ মার্চ অতালিকাভুক্ত ২৬ বীমা কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য ফাইল দাখিল ও ইক্যুইটির ২০% শেয়ারবাজারে বিনিয়োগে পদক্ষেপ নেওয়ার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষকে (আইডিআরএ) চিঠি দিয়েছে বিএসইসি।
এর আগে গত ২৩ মার্চ শেয়ারবাজারের উন্নয়নে সাপোর্ট দেওয়ার জন্য ৬১টি ব্যাংককে বিদ্যমান সক্ষমতার মধ্য থেকে বিনিয়োগ করার জন্য চিঠি দিয়েছে বিএসইসি। যে ব্যাংকগুলোর ৪০-৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে।
বিজনেস আওয়ার/১৮ এপ্রিল, ২০২২/আরএ